আমুদরিয়া নিউজ : মালদহের তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের ঘটনায় তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতেই তাঁকে জেরা করা হয়। তার পরে বুধবার সকালে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে তৃণমূল কর্মী স্বপন শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পর্যন্ত ওই মামলায় মোট সাত জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত নরেন্দ্রনাথ তৃণমূলের মালদহ টাউন সভাপতি ও হিন্দি সেলের জেলা সভাপতি পদে রয়েছেন।
