আমুদরিয়া নিউজ ডেস্ক: বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। সারা বছর শুধুমাত্র এই পুজোর জন্যই অপেক্ষা করে থাকে সকলে। এবছর শিলিগুড়ির চম্পাশাড়ির জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারে পূজোর মন্ডপ তৈরি হয়েছিল একেবারেই কাল্পনিক। এ বছর এই ক্লাবের পূজো ৪২ তম বর্ষে পদার্পণ করেছে। ৪২ তম বর্ষে এবারের এখানকার বিশেষ আকর্ষণ কাল্পনিক বুদ্ধমন্দির। পুরো মন্ডপ সজ্জাটি করা হয়েছে প্লাস্টিক জাত জিনিস দিয়ে।
প্লাস্টিকের বোতল, চামচ রং করে ডিজাইন করে মন্ডপটি সজ্জিত করা হয়েছে। প্লাস্টিক সামগ্রী যাতে রিসাইকেল করা যায় সেই জন্যই তাদের এই প্রয়াস বলে জানিয়েছে পুজো উদ্যোক্তারা। বুদ্ধদেবের আদলে এই করা হয়েছে প্রতিমাটি। বর্তমান পরিস্থিতিতে যেভাবে চারিদিকে উদ্বেগ জনক পরিস্থিতি তৈরি হয়েছে সে কথা মাথায় রেখে চারিদিকে শান্তির বার্তা ছড়িয়ে দিতেই এই ধরনের প্রতিমা তৈরি করেছেন উদ্যোক্তারা।