আমুদরিয়া নিউজ : বাংলাদেশে এবার দুর্গাপুজো করতে অনেকে সমস্য়া হচ্ছে বলে শোনা যাচ্ছে। তলসিমা নাসরিনের মতো লেখিকাও দুর্গাপুজোয় বাধা দেওয়ার খবর পেয়েছেন বলে দাবি করেছেন।
এমতাবস্থায়, মহাষষ্ঠীর দিন বাংলাদেশের অনরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস তাঁর এক্স হ্যান্ডে লিখেছেন, দুর্গাপুজো শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়। এটি এখন সার্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয়া দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সকলেই।