আমুদরিয়া নিউজ : দেবী দুর্গার পুজোর মণ্ডপে ইসলামি ভাবধারায গান করা হল বাংলাদেশের চট্টগ্রামে। তা নিযে তুমুল সোরগোল সোশাল মিডিয়ায়। চট্টগ্রামের জে এম সেন হলের মণ্ডপের ওই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতেই আসরে নামল সে দেশের পুলিশ। দেবীমণ্ডপে ইসলামি বাবধারার গান পরিবেশনের জন্য ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
