আমুদরিয়া নিউজ : একটি লোক মাথায় শ্যাম্পু দিচ্ছিলেন। তাঁর সামনেই টুলে বসে একটি কুকুর জলের পাইপ দিয়ে লোকটির মাথা ধুতে সাহায্য করছিল। হঠাৎ পাইপের জল বন্ধ হয়ে যায়। কুকুরটিও বুদ্ধি খাটিয়ে লোকটির মাথায় প্রস্রাব করে দেয় যাতে লোকটি বুঝতে না পারেন যে জল শেষ। ভিডিওর কমেন্টে একজন লেখেন কাজটা শেষ করতে কিছু একটা তো করতেই হতো, সে সেটাই করেছে।
