আমুদরিয়া নিউজ : মীরাটের সর্দার বল্লভভাই প্যাটেল কৃষি বিশ্ববিদ্যালয়ে এক প্রদর্শনীতে অংশগ্রহণকারী মোষের নাম আনমোল। হরিয়ানার সিরসার এক ব্যবসায়ীর মোষ। য়ার দাম ২৩ কোটি টাকা। অনমোলের মালিক জগৎ সিং জানান, আনমোল গত ৮ বছরে অনেক পুরস্কার জিতেছে। তিনি জানান, আনমোলের বীর্য প্রতি মাসে ৪-৫ লক্ষ টাকায় বিক্রি হয়। এবং সিরসার একটি দল এর বীর্য নিয়মিত সংগ্রহ করে বিতরণ করে বলে জানিয়েছেন এর মালিক। অনমোল যে প্রজাতির, এর বীর্য বিরল বলে জানা গেছে।