আমুদরিয়া নিউজ : ভূগর্ভস্থ জ্বালানি গ্যাসের সংযোগ দেওয়ার জন্য রাস্তা খোঁড়া হচ্ছে কোচবিহারে। অভিযোগ, তা ঠিকমতো না বুজিয়ে চলে যাচ্ছে সংস্থার গ্যাস বিতরণকারী সংস্থার লোকজন। ফলে, অনেক জায়গায় গর্ত থেকে যাচ্ছে। সেখানে ভারী গাড়ি পড়লে দুর্ঘটনা ঘটছে। শুক্রবার দুপুরে এমনই একটি গর্তে ফেঁসে দুর্ঘটনায় পড়ে মাল বোঝাই ট্রাক। কোচবিহার শহরের ব্যাঙচাতরা রোড ত্রিবৃত্ত সরণি মোড়ের ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, দায়সারা ভাবে গর্ত ভরাট হচ্ছে বলেই সমস্যা।