আমুদরিয়া নিউজ : শুক্রবার মায়াম্মার ও থাইল্যান্ডে ভূমিকম্পে অন্তত ৭০০ জনের মৃত্যু হয়েছে। কম্পনের উৎপত্তিস্থল ছিল মায়াম্মারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের কাছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। উদ্ধারের কাজ চলছে। একাধিক সংবাদ সংস্থা জানিয়েছে, মৃতের সংখ্যা ১০০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মায়াম্মারে ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত।
