আমুদরিয়া নিউজ : বুধবার সকালে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ভারতের তেলেঙ্গনা সহ কয়েকটি রাজ্য। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। কম্পন অনুভূত হয়েছে অন্ধ্রপ্রদেশেও। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও নেই। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্প ৬-৭ সেকেন্ড স্থায়ী হয়েছিল। এর জেরেই ভয়ে, আতঙ্কে বাড়ি, ফ্ল্যাট থেকে রাস্তায় নেমে ছোটাছুটি করতে থাকেন বাসিন্দারা।
একেই ঘূর্ণিঝড় ফেনগল এর জেরে প্রবল বৃষ্টি হচ্ছে। তাতে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে জনজীবন বিপর্যস্ত। তামিলনাড়ুর একাধিক জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তার উপরে ভূমিকম্পে আতঙ্কিত বাসিন্দারা।

ভূমিকম্পে কাঁপল তেলেঙ্গনা, অন্ধ্রও
Leave a Comment