আমুদরিয়া নিউজ : ছোট্ট একটি মেয়ে। বাড়ির সঙ্গে মন কষাকষি। ব্যাগ পত্র নিয়ে একেবারে রেডি। বাড়ির এই খুদেকে দেখে বাড়ির লোকের প্রশ্ন, কোথায় যাচ্ছ ? খুদের জবাব, বেরিয়ে যাচ্ছি। আর আসব না। বাড়ির লোকজনও বেশ রসিক। আগুনে ঘি ঢাললেন তাঁরা। এক মহিলার কন্ঠে শোনা গেল, যাও, বেড়িয়ে যাও। খুদের জবাব, ‘খানা খাকে যাউঙ্গি’। মানে, এই তো, খাবারটা খেয়েই বের হচ্ছি। সম্প্রতি ভাইরাল হওয়া এই কিউট ভিডিওটির ট্যাগলাইন, প্রায়রিটিস ফার্স্ট। অর্থাৎ আগেরটা আগে।
