আমুদরিয়া নিউজ ডেস্ক: সোশাল মিডিয়ায় চিনের রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের নীতির সমালোচনা করেছিলেন সে দেশের বিখ্যাত অর্থনীতিবিদ ঝু হেংপেং। তার পর থেকে হেংপেংকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চিনে হোয়াটস অ্যাপ নিষিদ্ধ। সেখানে চিনের নিজস্ব অ্যাপ উই চ্যাট চলে।
উই চ্যাটের একটি প্রাইভেট গ্রুপে হেংপেং চিনা রাষ্ট্রপ্রধানের নীতি, কাজকর্মের সমালোচনা করেছিলেন। তার পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এক সময়ে হেংপেং চিনের সরকারি থিঙ্কট্যাঙ্ক হিসেবে কাজ করেছেন। সেই তিনি রাষ্ট্রপ্রধানের সমালোচনার পরে অদৃশ্য হলেন কোথায় তা নিয়েই এখন কৌতুহল বাড়ছে।