আমুদরিয়া নিউজ : এক মাসের রোজা, প্রার্থনার পর, বিশ্বজুড়ে ধুমধাম করে ঈদ-উল-ফিতর উদযাপিত হল। সৌদি আরবের মানুষেরা ইসলাম ক্যালেন্ডার অনুযায়ী ১৪৪৬ হিজরির ২৯ তম রমজানে ২৯ মার্চ, ২০২৫ তারিখে চাঁদ দেখেছেন। কালো আস্তরণ দিয়ে ঢাকা পবিত্র কাবাকে ঘিরে মক্কার মসজিদ আল-হারাম এ চল্লিশ লক্ষেরও বেশি মুসলমানেরা নামাজে অংশ নিয়েছেন। নামাজের পর কোলাকুলি, খাওয়াদাওয়া মধ্যে দিয়ে আরবের লোকেরা রাজকীয়ভাবে পবিত্র ঈদ পালন করেন।
