আমুদরিয়া নিউজঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কপ্টারে তল্লাশি চালালো নির্বাচন কমিশন। শুক্রবার মহারাষ্ট্রে হিঙ্গোলি বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তার চপারে তল্লাশি চালানো হয়। চলতি সপ্তাহে তিন জনের সঙ্গে এমন ঘটনা ঘটল। তল্লাশির ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে স্বরাষ্ট্র মন্ত্রী লিখেছেন, বিজেপি সবসময় স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী। নির্বাচন কমিশনের সব নিয়ম মেনে চলে। বিরোধীরা অবশ্য এই বিষয়কে আইওয়াশ বলে খোঁচা দিতে দেরি করেনি। আগামী ২০ নভেম্বর হতে চলেছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন।
