আমুদরিয়া নিউজ : আজ, বুধবার, দেশের দুই রাজ্যে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন চোখে পড়ছে। মুম্বইয়ে বলিউডের তারকাদের লাইনে দেখা যাচ্ছে। প্রবাদপ্রতিম ক্রিকেটার সচিন তেন্ডুলেকরকে সস্ত্রীক ভোট দিতে দেখা গিয়েছে। অক্ষয়কুমার, রাজকুমার রাও, সুভাষ ঘাইয়ের মতো সেলেবদের দেখা গিয়েছে। এরই মধ্যে বিজেপির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তুলেছে বিরোধীরা। বিজেপি তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে। সেখানে একদিকে বিজেপি লড়ছে। লড়াইয়ে জোরদার টক্কর দিচ্ছে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপির জোট। আরেকদিকে আছে কংগ্রেস, শরদ পাওয়ারের এনসিপি সহ অন্যান্য কয়েকটি দল।
মহারাষ্ট্রের মোট ভোটার প্রায় ১০ লক্ষ জন। এবারের ভোটে শাসক এবং বিরোধী দল মিলিয়ে প্রার্থীর সংখ্যা ৪১৩৬ জন। বিজেপি লড়ছে ২৫৫ আসনে। সেখানে ভোট গণনা আগামী ২৩ নভেম্বর।
আদ, ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। । ৩৮ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধানসভা কেন্দ্রও। এই কেন্দ্রগুলির মধ্যে বিজেপি প্রার্থী দিয়েছে ৩২ টি আসনে। তাঁর সহযোগী এজেএসইউ ৬টি আসনে। অন্যদিকে ইন্ডিয়া জোটের মধ্যে জেএমএম ২০ টি আসনে, কংগ্রেস ১৩ টি আসনে লড়ছে। কমিউনিস্ট পার্টি ৪টি আসনে লড়ছে। আরজেডি ২টি আসনে লড়াই করছে।
ঝাড়খণ্ডে প্রথম দফায় ভোট হয়েছে ১৩ নভেম্বর। ভোট পড়েছিল ৬৪ শতাংশের বেশি। ভোটের ফল ঘোষণা ২৩ নভেম্বর হবে।