আমুদরিয়া নিউজ : মা মেয়েকে তার ঘরের দরজা খুলে দেখিয়ে বললেন, যা যিনি ঘরে বসে আছেন তাঁর জন্য জল নিয়ে আয়। মেয়ে অবাক হয়ে বলল, তুমি কাকে জল দিতে বললে ? মা বললেন কেউ না কেউ তো বসে আছে, যা তাঁদের জন্য অন্তত জল নিয়ে আয়। মেয়ে আবারও বুঝতে না পেরে বলল, কই ঘরে কেউই তো নেই? মা এবার মেয়ের মাথায় দুটো চাটি মেরে বললেন, ঘরে কেউ নেই তো লাইটি ফ্যানগুলো কে বন্ধ করবে? মেয়েকে শিক্ষা দেওয়ার এই ভিডিও দেখে নেটিজেনদের একজেনর কমেন্ট, ইলেক্ট্রসিটি গায়ে লাগলে ঝটকা দেয়। আবার গৃহস্থের ঘরে ইলেক্ট্রিসিটি বন্ধ না করলেও ঝটকা খেতে হয়
।