আমুদরিয়া নিউজ : এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হিন্দি ভাষাকে মান্যতা দিতে চলেছেন বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। সারাদিন এআইকে হিন্দিতে কাজ করাবে একজন হিন্দি জানা শিক্ষক, যার পারিশ্রমিক মূল্য হবে ঘন্টায় ৫,৫০০ টাকা। এমনই পরিকল্পনা তাঁর। এই পদের জন্য আবেদন করতে পারেন ভারতীয় বা যে কেউ। তবে শুধু টাকার অঙ্ক নয়, এর সাথে আরও অনেক সুযোগ-সুবিধা পেতে চলেছেন ওই হিন্দি শিক্ষক। হিন্দির হাত ধরে গোটা বিশ্বে এআই-এর প্রভাব বিস্তার করতেই এমন উদ্যোগ নিয়েছেন ইলন বলে সূত্রের খবর।
