আমুদরিয়া নিউজ: “যতক্ষণ না ইলন মাস্কের ছেলে ‘মেয়ে’ হওয়ার ভান করা বন্ধ না করে এবং মহাকাশে রকেট না ছোঁড়ে, ততক্ষণ তার বাবার সাথে কিছুটা সম্মানের সাথে কথা বলা উচিৎ।” ইলন মাস্কের ট্রান্স কন্যা ভিভিয়ান জেনা উইলসনকে লক্ষ্য করে এক্স হ্যান্ডেলে এভাবেই আক্রমণ করেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট।
প্রসঙ্গত, স্বঘোষিত নারীবিদ্বেষী ও চরম ডানপন্থী অ্যান্ড্রুর আরও দুর্নাম রয়েছে বর্ণবিদ্বেষী, হোমোফোবিক, সেক্সিস্ট কমেন্টের জন্য। বর্তমানে রোমানিয়ায় তার ওপর মানব পাচার ও যৌন হিংসার অভিযোগ উঠেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অ্যান্ড্রু।
এবার ইলন মাস্কের মেয়ে উইলসনকে আক্রমণ করায় ছেড়ে কথা বললেন না তিনিও। এক্স হ্যান্ডেলে সেই পোস্টের জবাবে অ্যান্ড্রুকে পাল্টা খোঁচা দিয়ে উইলসন লেখেন, এই মুহূর্তে তিনি ব্যস্ত। কারণ রোমানিয়ায় যৌন হিংসার দায়ে ঘরবন্দী হওয়ার মত কাজ তিনি করেননি। তার জীবন আছে। ছোট মাথায় এই নিয়ে চিন্তার কোন প্রয়োজন নেই। শুধু সময়ের অপেক্ষা। অ্যান্ড্রুকে জনসমক্ষে পাল্টা অপমান করতেই নিজের ব্যস্ত শিডিউল থেকেই কিছুটা সময় বের করবেন, এমনই উপহাসের সুরে ব্যক্তিগত আক্রমণে সরব হতে দেখা গেল উইলসনকে।