আমুদরিয়া নিউজ : শীতঝড়ে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দেওয়ায় কেন্টাকি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া, কান্সাস, আরকান্সাস ও মিসৌরীতে জরুরি অবস্থা ঘোষিত হয়েছে।
এক মারাত্মক শীত ঝড় আসছে, যার কারণে আমেরকার বহু জেলায় জরুরি অবস্থা জারি হয়েছে এবং লক্ষাধিক মানুষকে সতর্ক করাও হয়েছে।
এই ঝড়টি আমেরিকা ও কানাডায় গত দশ বহরের মধ্যে সবচেয়ে ভয়ানক তুষার ঝড় হবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়াও এ বছর তাপমাত্রা অনেকটাই নেমে যাবে। ৬ থেকে ১২ ইঞ্চি তুষারপাত হতে পারে সেখানে।