আমুদরিয়া নিউজ: বড় পর্দায় ট্রান্সদের প্রতিনিধিত্ব করে সকলের মন জয় করলেন এমিলিয়া। এদিন তাঁর সঙ্গে দেখা যায় আরিয়ানা গ্রান্ডে এবং সেলেনা গোমেজকেও। এদিন এমিলিয়াকে চারটি গোল্ডেন গ্লোব দ্বারা সম্মানিত করা হয়, যা আসলেই এলজিবিটিকিউ কমিউনিটির মাথা গর্বে উচুঁ করে দিয়েছে।
তাঁর স্পিচে এদিন তিনি তাঁর সোনালি ও গেরুয়া রঙা গাউনকে উদ্দেশ্য করে বলেন, এই রং বুদ্ধিস্ট রং, এবং এই রং বাছাই করার কারণ হল- আলো সর্বদা অন্ধকারের থেকে জেতে। তাঁর স্পিচ এদিন অনুপ্রাণিত করেছে বিশ্বব্যাপী ট্রান্সদের।