আমুদরিয়া নিউজ : আর মাত্র সাত দিন পরেই ছিল তাঁর ৭৪ তম জন্মদিন। তার আগেই দুনিয়া ছেড়ে চলে গেলেন তিনি। দেশ-বিদেশে সাংবাদিক ও লেখক হিসেবে অসম্ভব জনপ্রিয় ছিলেন তিনি। কবিতা, ছবি আঁকা, সিনেমা সহ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। সেই প্রীতিশ নন্দী প্রয়াত হয়েছেন। বুধবার তিনি মারা গিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মুম্বইয়ে নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন বিখ্যাত সাংবাদিক তথা লেখক প্রীতিশ। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ১৯৫১ সালের ১৫ জানুয়ারি ভাগলপুরে প্রীতিশ নন্দীর জন্ম। তাঁর কবিতার বইয়ের সংখ্যা ৪০টি।
