আমুদরিয়া নিউজ : উত্তরের দিশা আয়োজিত দৃষ্টিহীনদের ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হল রবিবার। ৭ ফেব্রুয়ারি, সূর্যনগর ময়দানে শুরু হয় এই টুর্নামেন্ট। ৬ টি দল অংশগ্রহণ করেছিল। রবিবার, ফাইনালে, ডুয়ার্স তরাই সুপার ইলেভেন, কলকাতা ক্যাপিটালস কে ২১৩ রানে পরাজিত করে। বিজয়ী দলকে পুরস্কার বিলি হয়।