আমুদরিয়া নিউজ : তৃতীয বর্ষের দুজন ছাত্র সিনিয়রদের ফতোয়া মেনে জামাপ্যান্ট না খোলায় তাঁদের মারধরের অভিযোগ উঠেছে। কানপুরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনা। গত বৃহস্পতিবার গৌরব চৌহান নামে বি টেক ইলেকট্রনিক্সের ছাত্র সিনিয়রদের বিরুদ্ধে এফআইআর করেছেন।
নবাবগঞ্জ থানা জানিয়েছে, গৌরব অভিযোগে লিখেছেন, তাঁর সহপাঠী যশবিশর সিং এবং ধীর শশীকান্ত শর্মাকে বার্থ ডে পার্টির নাম করে হস্টেলে ডেকে জামাপ্যান্ট খুলতে বলা হয়। তাঁরা রাজি হননি। তখন জুনিয়রদের পেটানো হয়। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার মতো একাধিক ধারায় এফআইআর হয়েছে।