আমুদরিয়া নিউজ : তীব্র আগ্নেয়গিরি এবং ভূমিকম্প প্রবণ বিস্তীর্ণ দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া। প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এর অবস্থানের কারণে ঘন ঘন অগ্ন্যুৎপাতের সম্মুখীন হয় এই দেশ। রবিবার রাতে পূর্ব ইন্দোনেশিয়ায় একটি আগ্নেয়গিরিতে কয়েক দফা অগ্ন্যুৎপাতের ফলে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। ফ্লোরেসের জনপ্রিয় পর্যটন দ্বীপে অবস্থিত মাউন্ট লেওটোবি লাকি-লাকির পার্শ্ববর্তী গ্রামগুলোতে ছাই এবং লাভা ছড়িয়ে পড়ায় এলাকাবাসীদের সরিয়ে নেয় ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি সংস্থা। ওই এলাকায় সাত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রবেশ নিষেধ করা হয়েছে। কমপক্ষে ২০০০ বাসিন্দাকে ওই এলাকা থেকে সরে যেতে অনুরোধ করা হয়। বৃষ্টির কারণে লাভাস্রোত বাড়তে পারে এবং আগ্নেয়গিরির ছাইয়ের প্রভাব এড়াতে স্থানীয়দের মাস্ক পরতে বলা হয়।
