আমুদরিয়া নিউজ : কাজ করার সময়ে আচমকাই হাত ঢুকে গিয়েছিল রোলিং মেশিনে। দীর্ঘদিন এভাবেই কাটিয়েছেন শ্যামপুরের বাসিন্দা কার্তিক জানা। তার কাটা হাত অস্ত্রোপচার করে জুড়ে দিলেন চিকিত্সকরা। এমন কাটা অংশ জোড়ার ক্ষেত্রে প্রথম ছয় ঘণ্টাকে গোল্ডেন আওয়ার বলা হয়। তার থেকেও অনেক দেরিতে কার্তিক জানার চিকিৎসা শুরু করে সাফল্য মিলেছে। কাটা হাত জোড়া লাগায় এখন মনে জোর ফিরে পাচ্ছেন বলে দাবি করেছেন প্রৌঢ় কার্তিক।