আমুদরিয়া নিউজ : এক মহিলা কড়াইতে মাছ ভাজছেন। তার কোলে বসে একটি বিড়াল মন দিয়ে মাছভাজাটা দেখছে। ভিডিওর কমেন্টে একজন বলেন সে অপেক্ষা করছে কখন মাছটা ভাজা হবে এবং সে সেটাকে খাবে। আরেকজন লেখেন সে মন দিয়ে রান্না শিখছে যাতে এর পরে মাছ ভাজাটা সে নিজেই করতে পারে।
