আমুদরিয়া নিউজ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন ৭ অক্টোবর। আজ তাঁর ৭২তম জন্মদিন। তিনি অফিসেই উদযাপন করেছেন দিনটি। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপ্রধান কর্মস্থলেই জন্মদিন পালন করে থাকেন। সংবাদ সংস্থা জানিয়েছে, পুতিন সকালে টেলিগ্রাম এবং টেলিফোন কলে বিদেশি নেতাদের কাছ থেকে অভিনন্দন পেয়েছেন। পরে কয়েক দফায় বৈঠক করেছেন।
ক্রেমলিনের মুখপাত্র জানান, প্রেসিডেন্ট একটা গোটা দিনও পুরো বিশ্রাম নিতে পারেন না। বেশির ভাগ সময় তিনি গভীর রাতও কাজ করেন। সব মিলিয়ে প্রায় ২৪ ঘণ্টা পুতিন কাজ করেন। অবশ্য পুতিন তাঁর জন্মদিন নিয়ে আতিশয্য কোনদিনই পছন্দ করেন না। তিনি একবার বলেছিলেন, এটা তাঁর জন্মদিন মাত্র, জাতীয় ছুটির দিন নয়। জন্মদিন উদযাপন নিয়ে আতিশয্য তাঁর কাছে শালীন মনে হয় না।
তবে অনেকেই উপহার দেন তাঁকে। ২০২২ সালে বেলারুশের আলেকজান্ডার লুকাশেঙ্কো পুতিনকে ট্রাক্টর উপহার দেন। ২০১৭ সালে পুতিন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুহামেদভের কাছ থেকে কুকুরছানা উপহার পেয়েছিলেন। পুতিন কুকুর ভালোবাসেন।