আমুদরিয়া নিউজ : সোমবার সকালে একটি হরিণকে দেখা যায় কলি নদীর জলে মাথা ভাসিয়ে বসে থাকতে। এভাবে হরিণটিকে বসে থাকতে দেখে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের নরসিংপুরে কলি নদীর ধারে প্রচুর মানুষ ভীড় জমান প্রথমে তারা ভেবেছিলেন গরম থেকে রক্ষা পেতেই হরিণটি জলে স্নান করছে ও শরীর ডুবিয়ে জলে বসে আছে। দীর্ঘ সময় হরিণটিকে এভাবে থাকতে দেখে উপস্থিত মানুষেরা খবর দেন বন দপ্তরের চিলাপাতা রেঞ্জে। খবর পেয়ে বন কর্মীরা নদীর তীরে পৌঁছে জাল ঘেরাও করে হরিণটিকে ধরার চেষ্টা করলে হরিণটি জল থেকে উঠে কিছুটা দূরে গিয়ে ফের জলেই বসে পড়ে। বন কর্মীরা বুঝতে পারেন হরিণটি গরমে অসুস্থ হয়ে পড়েছে তখন তারা ও স্থানীয় মানুষেরা হরিণটিকে আগলে রাখেন। এভাবে ঘন্টা কয়েক জলে থেকে হরিণটি সুস্থ বোধ করে ও উঠে বনের দিকে চলে যায়।