আমুদরিয়া নিউজ : পিঠে খড়ের বোঝা চাপিয়ে আসছিলেন বয়স্কা মহিলা। বয়সের দরুণ খড়ের বোঝা পিঠে নিয়ে ঝুঁকে পড়েছিলেন তিনি। তবে তাঁকে বোঝা বয়ে বাড়ি অবধি আসতে হয়নি। দূর থেকে দেখেই দৌড়ে আসে তার পোষ্য কুকুরটি। এরকম জোর করেই প্রাণীটি নামিয়ে দেয় তাঁর পিঠের বোঝা। এরপর নিজেই মুখে করে টানতে টানতে নিয়ে যায় বাড়ি অবধি। মহিলা তাকে বাধা দেননি। তার পোষ্যটিকে তিনি খুবই ভালোবসেন। কঠিন পথ চলায় এমন সঙ্গী কেই বা না চায় ? সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে ২ লক্ষ লাইক পড়েছে।
