আমুদরিয়া নিউজঃ বিধানসভা উপ নির্বাচনে বিজেপি প্রার্থীর মনোনয়ন দাখিল করতে এসে পুলিশ প্রশাসনকে কটাক্ষ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার দিনহাটা মহকুমা শাসকের করণে মনোনয়ন জমা দিতে আসেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী নিশীথ প্রামাণিক, জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় ও অন্যান্য নেতৃত্ব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক ও পুলিশের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন তিনি।
তিনি বলেন, জেলা শাসক ও পুলিশ শাসক দল তৃণমূলের দল দাসে পরিণত হয়েছে। রাজ্যের বিভিন্ন নির্বাচনে জেলা শাসকরা ও পুলিশ তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে কাজ করেন, তাদের সহযোগিতা করেন। তিনি এও জানান, ভোটের ময়দানে তারা চোখে চোখ রেখে লড়াই করবেন। বিজেপি কর্মীরা ময়দানে থাকবে।