আমুদরিয়া নিউজ : রাজ্য আবগারি দপ্তরের আলিপুরদুয়ার বিভাগের সুপারিন্টেন্ডেন্ট এর নেতৃত্বে শনিবার রাতে তুলসীপাড়া চা বাগানের একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে আবগারি দপ্তরের আলিপুরদুয়ার বিভাগ, জয়গাঁ সার্কেল, বীরপাড়া সারকেল ও কুমারগ্রাম সার্কেলের কর্মীরা যোগ দেন। অভিযানে উদ্ধার হয় এক হাজার আশি লিটার বিদেশী মদ, নয়শ নব্বই লিটার বিদেশী বিয়ার। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি চার চাকার ছোট গাড়ি। উদ্ধার করা মদের বাজার মূল্য আনুমানিক সাতচল্লিশ লক্ষ পচান্নব্বই হাজার তিনশ টাকা। অভিযানের আঁচ পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়, কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আবগারি দপ্তর সূত্রে জানানো হয় এই বিপুল পরিমান মদ অবৈধভাবে পাচারের উদ্দ্যেশ্যে মজুত করা হয়েছিলো। আবগারি দপ্তর তদন্ত শুরু করেছে।
সমস্ত অভিযানটির অডিও ভিসুয়াল রেকর্ড করা হয়েছে।