আমুদরিয়া নিউজ : ইরানে জঙ্গি হামলা চালানোর দায়ে জামশিদ শারমাহাদ নামে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হল। ইরানের একটি জেলে ওই ফাঁসির সাজা কার্যকর হয়েছে। জামশিদ ইরান ও জার্মানির দ্বৈত নাগরিক। তিনি আমেরিকাতেও থাকতেন। ২০২৩ সালে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ইরানে। ইরানে রাজতন্ত্র ফেরানোর চেষ্টা করছে যে গোষ্ঠী, তাদের মদত দিচ্ছিলেন জামশিদ বলে অভিযোগে গ্রেফতার করা হয়। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ তাঁদের দেশের একজন নাগরিককে আত্মপত্র সমর্থনের সুযোগ না দিয়ে ফাঁসি দেওয়াটাকে কলঙ্কিত ঘটনা বলে মন্তব্য করেছেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের অবসান হয়েছিল। তা ফেরানোর জন্য একটি গোষ্ঠী সক্রিয় বলে দাবি ইরানের।