আমুদরিয়া নিউজ : আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তা কার্যকরে জটিলতা অনেক বলে মনে করছেন বাংলাদেশের আইনজ্ঞদের অনেকেই। তাঁদের মতে, বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ করতে পারে। কিন্তু, ভারত চাইলে সেই অনুরোধ না মেনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বছরের পর বছর থাকার অনুমতি দিতেই পারে।
প্রায় আড়াই মাস আগে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দিল্লিতে এসেছেন। তিনি (বা তার সঙ্গে আসা ছোট বোন শেখ রেহানা) দিল্লিতে নামার পর থেকে কীভাবে আছেন, কোথায় আছেন তা নিয়ে ভারত সরকারের মুখপাত্র, মন্ত্রী বা নীতি-নির্ধারকরা আজ পর্যন্ত একটি শব্দও খরচ করেননি।
ভারতের পক্ষ থেকে গত ১৭ অক্টোবর বিকেলে বলা হয়েছে, শেখ হাসিনা এখনও ভারতেই আছেন। বাংলাদেশের যা পরিস্থিতি তাতে বিশেষ অতিথি হিসেবে শেখ হাসিনাকে দীর্ঘ সময় ভারতে থাকতে দিতে হতে পারে বলে আইনজ্ঞদের অনেকে মনে করছেন। ভারতের কাছে শেখ হাসিনা এখন হলেন একজন গেস্ট, বাট আন্ডার কমপালশন। অর্থাৎ তিনি রাষ্ট্রের একজন সম্মানিত অতিথি, যাঁকে বিশেষ কারণে ভারতে আসতে হয়েছে। নিজ দেশে তার নিরাপত্তা বা সুরক্ষা বিপন্ন হয়ে উঠেছিল বলেই তিনি ভারতে এসেছেন, সেটাও ভারত উপলব্ধি করে। এখন এই অতিথি হিসেবেই তাঁকে দীর্ঘদিন ভারতে থাকতে দেওয়া যেতে পারে।