আমুদরিয়া নিউজ : দিনে-দুপুরে বিস্ফোরণ কলকাতায়। সাদা কাগজে মোড়া বস্তুকে বল ভেবে খেলতে গিয়ে গুরুতর জখম এক কিশোর। শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ পাটুলি মেলার মাঠে বিকট শব্দে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে জখম ওই শিশুকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটজনক বলেই খবর। বিষয়টি খতিয়ে দেখছে পাটুলি থানার পুলিশ।