আমুদরিয়া নিউজ : ভুয়ো রেশন কার্ড নিয়ে বহুদিন ধরে কারবারা চলছিল মালদহের একটি এলাকায়। খাদ্য সরবরাহ দফতর তদন্ত করে কালিয়াচক ৩ নম্বর ব্লকের ওই রেশন ডিলারকে প্রায় ৮ কোটি টাকা জরিমানা করল রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তর। রেশন ডিলার হলেন বৈষ্ণবনগর থানার সাহবানচক পঞ্চায়েতের মালতিপুরের বাসিন্দা আশরাফুল ইসলাম। তিনি তৃণমূলের পদাধিকারী ছিলেন। তাঁকে দল থেক সাসপেন্ড করেছে তৃণমূল।