আমুদরিয়া নিউজ : সারের কালোবাজারি সহ নানা বিষয়ে সরব হয়ে কোচবিহারে বিক্ষোভ দেখালো কৃষক সংগঠন। এদিন অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে কোচবিহারের কাছাড়ি মোড় সংলগ্ন ঘাস বাজারে অবস্থান বিক্ষোভ করা হয়। কৃষক সংগঠনের তরফে অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী সার নিয়ে কালোবাজারি করছেন। সারের প্যাকেটে উল্লিখিত মূল্যের চেয়ে বেশি দাম নিচ্ছে।
তাদের আরও অভিযোগ, সীমান্ত এলাকায় কৃষকদের বিএসএফ হয়রানি করছে। এই সব বিষয় যাতে বন্ধ হয় তার দাবি জানানো হয়। এই সব দাবি নিয়ে জেলা শাসকের কাছেও এদিন স্মারকলিপি জমা দেওয়া হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রহুল আমিন সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন সংগঠনের তরফে জানানো হয় উল্লিখিত বিষয়ে পদক্ষেপ না নিলে তারা কলকাতার শহীদ মিনারে বিক্ষোভ প্রদর্শন করবেন।