আমুদরিয়া নিউজঃ ঘাসফড়িং-এর কথা মনে করলে চোখে ভেসে ওঠে সবুজ রঙের এক পতঙ্গের ছবি। কিন্তু সবুজের বদলে যদি বিরল গোলাপী রঙের ঘাসফড়িং-এর দেখা মেলে কেমন হবে? যুক্তরাজ্যের আট বছরের খুদে আলোকচিত্রী মিট জেমি সম্প্রতি এমনই এক ঘাসফড়িং-এর দেখা পেয়েছে এবং তা ক্যামেরা বন্দী করেছে। বিরল এই ঘাসফড়িং-এর দেখা মেলা ভাগ্যের ব্যাপার বলে জেমি জানিয়েছে। স্বভাবতই সে ভীষণ আপ্লুত।
