আমুদরিয়া নিউজ : কোচবিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা। যাত্রীবাহী বাসের সঙ্গে বিএসএফের বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক জওয়ানের। আরও ৪ জন জওয়ান আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার মধ্য রাত নাগাদ ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ ব্লকের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত কোচবিহার-আলিপুরদুয়ার রাজ্য সড়কে কাকরি বাড়ি ওভার ব্রিজ এলাকায়। দূর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হরিওম প্রকাশ নামে এক বিএসএফ জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন।
আহতদের চিকিৎসা চলছে। দুই একজন গুরুতর আহত বলে জানা গিয়েছে। তাদের রাতেই শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। এই দূর্ঘটনায় নিহত ও আহতরা অসমের ধূবরী বিএসএফের ৪৫ নম্বর ব্যাটেলিয়ন এ কর্মরত।