আমুদরিয়া নিউজ: নিউ টাউনের গণি পরিবারের বাবা ও মেয়ে একসঙ্গে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)-এ উত্তীর্ণ হয়েছেন। তাতে বাড়িতে এখন খুশির হাওয়া। সম্প্রতি সর্বভারতীয় স্তরে খুব কঠিন পরীক্ষা বলে পরিচিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)।
তাতে উত্তীর্ণ হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রোকেয়া গণি। ৬৪ বছর বয়সে বছর চব্বিশের মেয়ের সঙ্গে নেটে বসেছিলেন তাঁর বাবাও। বৃহস্পতিবার নেটের ফল বেরোতেই দেখা গেল মেয়ের সঙ্গেই তালিকায় জ্বলজ্বল করছে অবসরপ্রাপ্ত আইএএস আব্দুল গণির নাম। পরিবারের পরিচিতজনেরা ত বটেই, খবরটি সংহবাদ মাধ্যমে দেখে সকলেই উচ্ছ্বসিত।
👍