আমুদরিয়া নিউজ : এক তরুণী বধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হযেছে তাঁর শ্বশুরকে। দেগঙ্গা এলাকার ঘটনা। ধৃতকে সোমবার বারাসত আদালতে তোলা হচ্ছে। পুলিশ জানায়, আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হবে। ধৃত অবশ্য অস্বীকার করেছেন সব অভিযোগ।
সাতদিন আগে দুই পরিবারের দেখাশোনার পরে বিয়ে হয়েছিল বছর ১৮ তরুণীর। অভিযোগ, বিয়ের দুদিন পরেই শারীরিক অত্যাচার করেন বধূর শ্বশুর। একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বধূর দাবি, তাঁর স্বামী প্রতিবাদ করেননি। রবিবার রাতে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।