আমুদরিয়া নিউজ : এক ঘরোয়া ভিডিওয় ধরা পড়েছে এক ভীষণ কাণ্ড। ভিডিওয় দেখা যাচ্ছে একজন বাবা রান্নাঘরে দাঁড়িয়ে। আসে পাশে রয়েছে তার তিন খুদে সন্তান। বাবা হঠাৎ বুকে ব্যথা হওয়ার অ্যাক্টিং করে পরে গেলেন মাটিতে। তার দেখার ইচ্ছে ছিল বিপদে তার বাচ্চারা কিরকম ব্যবহার করে। তবে পিকচার অভি বাকি হ্যায়। বাবাকে পরে যেতে দেখে তার কন্যা সন্তান ছুটে এল প্রথমে। তারপর বাবার গায়ে হাত দিয়ে দেখে উল্লাসে ফেটে পড়ল। দেখা দেখি অন্যরাও হেসে চেঁচিয়ে উঠল। বড় মেয়ে বলতে লাগল, এবার বাবার গাড়ি চালাবো। বলে টান মেরে তার চিত হওয়া বাবার পকেট থেকে বার করল গাড়ির চাবি। ততক্ষণে বাবা যা বোঝার বুঝে গিয়েছেন। আপনারা কি বুঝলেন!
