আমুদরিয়া নিউজ : পাকিস্তানি তারকা ফইয়াদ খান এবং ভারতীয় তারকা বাণী কাপুরের আসন্ন রোমান্টিক কমেডি আবির গুলালে ঘিরে উদ্দীপনা বাড়ছে। নির্মাতারা সোমবার এ কথা ঘোষণা করেছেন।
লন্ডন সেট ছবিটি, যেটির শুটিং শুরু হয়েছে ২৯ সেপ্টেম্বর। পরিচালনা করছেন আরতি এস বাগদি। প্রযোজনা করেছে ইন্ডিয়ান স্টোরিজ। বিবেক বি আগরওয়াল, অবন্তিকা হরি এবং রাকেশ সিপ্পি আবির গুলালে প্রযোজক হিসেবে কাজ করছেন। বাগদির মতে, ফিল্মটি দুটি চরিত্রের জার্নি। দুজন ওই যাত্রাপথে একে অন্যকে ভালবেসে ফেলে।