আমুদরিয়া নিউজ : দুই কিশোর-কিশোরীকে বিনা কারণে মারধরের অভিযোগ উঠেছে এক মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। এলাকার বাসিন্দাদের অনেকের অভিযোগ, ওই পুলিশকর্মী কেন মারধর করছেন তা নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি থামেননি। ভিডিও তোলার চেষ্টা হলে তিনি চলে যাওয়ার চেষ্টা করেন। পরে বাসিন্দারা পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান। পুলিশের পদস্থ অফিসাররা গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনেন।
পুলিশ সূত্রের খবর, মহিলা পুলিশকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওই মহিলা পুলিশকর্মী শিলিগুড়ি পুলিশ কমিশনারের পিঙ্ক ভ্যানে টহল দিচ্ছিলেন।