আমুদরিয়া নিউজ : একজন সাংবাদিকের মাইক্রোফোন ছিনিয়ে মারধর করে জখমের মামলায় অভিযুক্ত ফিল্ম তারকা মোহনবাবুকে অন্তর্বর্তী জামিন দিল দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ওই নির্দেশ দিয়েছে। এর আগে তেলেঙ্গানা হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করেছিল। তাকে চ্যালেঞ্জ করে মোহনবাবু সুপ্রিম কোর্টে আপিল করেন।
ঘটনাটি ঘটেছিল জলপল্লিতে মোহনবাবুর বাড়িতে। সাংবাদিক মোহনবাবুকে তাঁর ছেলে অভিনেতা মাঞ্চু মনোজের সাথে সম্পত্তির বিরোধ নিয়ে প্রশ্ন করেছিলেন। তখন মোহনবাবু সাংবাদিকের মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে তাকে বারবার আঘাত করেন, এতে গুরুতর জখম হন। হামলায় আহত হওয়ার কারণে পরে সাংবাদিকের অস্ত্রোপচার করাতে হয়েছে।
মোহনবাবু দাবি করেন, আহত সাংবাদিকের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছিলেন, তাকে দেখতে যান। পরে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।