আমুদরিয়া নিউজ : দক্ষিণী চিত্রতারকা নাগার্জুনার তৈরি যে এন কনভেনশন সেন্টার গত অগস্টে বেআইনি বলে ভেঙে দিয়েছে তেলেঙ্গনা সরকার, সেই ব্যাপারে এবার অভিযোগ দায়ের হল। শুক্রবার নাগার্জুনার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জমা করেছেন একটি পরিবেশপ্রেমী সংস্থার কর্ণধার কাশীরেড্ডি ভাস্করা রেড্ডি। যে কনভেশন সেন্টারের জমির দাম কয়েকশো কোটি টাকা।
অভিযোগ, একটি লেকের অংশ দখল করে কনভেনশন নির্মাণ হয়। সেটি থেকে বছরের পর বছর টাকা আয় করেছেন তিনি। নার্গার্জুনা দাবি করেছেন, স্থগিতাদেশ থাকা সত্ত্বেও তাঁর কনভেনশন সেন্টার ভাঙা হয়েছে। তিনি বেআইনি কিছু করেননি বলে দাবি তাঁর।
ঘটনাচক্রে, শুক্রবারই নাগার্জুনা তাঁর পরিবারের সম্মানহানির অভিযোগে তেলেঙ্গনা সরকারের বনমন্ত্রী কোন্ডা সুরেখার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।