আমুদরিয়া নিউজ ডেস্ক: রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার উত্তরবঙ্গের কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে আর কোথাও সতর্কতা জারি করা হয়নি।
দক্ষিণবঙ্গের চার জেলায় এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ।
বঙ্গোপসাগরে শুক্রবার রাতেই একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের কাছে সমুদ্রে ঝোড়ো হাওয়াও বইছিল। তার প্রভাবে শনিবার বৃষ্টি হয়েছে। তবে রবিবার সেই নিম্নচাপ অঞ্চলের প্রভাব অনেকটাই কেটে গিয়েছে। ফলে বৃষ্টির সম্ভাবনাও আগের চেয়ে কমেছে।