আমুদরিয়া নিউজ : বেশ হু হু করে ঠাণ্ডা বাতাস বইছে। শিরশির করছে শরীর। কাঁপুনি দেওয়া ঠাণ্ডা এখনও পড়েনি। তবে পড়বে।
আসুন এই মুহূর্তে হাড় কাঁপানো শীত পৃথিবীর কোথায় কোথায় সেই সংক্রান্ত কিছু তথ্য জেনে নিন আমুদরিয়া নিউজের কাছ থেকে।
আজ ভারতের কাশ্মীরের দ্রাস উপত্যকা হল আমাদের দেশের শীতলতম এলাকা। সেখানে তাপমাত্রা মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস। ভারত-পাক সীমান্তের দ্রাস হল কার্গিলের কাছেই। সেখানে ভারতীয় সেনাবাহিনীর অফিসার-জওয়ানরা এই শীতলতা উপেক্ষা করে পাহারা দিয়ে থাকেন।
এবার আপনাদের জাপানের খবর শোনাই।
জাপানের হোক্কাইডোর রিকুবেটসুতে আজ মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াস। জনজীবন পুরোপুরি ঘরবন্দি।
আজ লণ্ডনের তাপমাত্রা শূন্য ডিগ্রির কাছাকাছি। তবে ইংল্যান্ডের সবেচেয়ে শীতলতম শহর হল ব্রেমার। মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াস সেখানে আজ।
কানাডায় কি অবস্থা শুনুন। সেখানে আলাস্কা হাইওয়েতে একটি গ্রাম রয়েছে, যার নাম স্ন্যাগ, সেখানে আজ তাপমাত্রা মাইনাস ৩২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে।
আজ আন্টার্কটিকায় ভস্তক স্টেশনের তাপমাত্রা হল মাইনাস ৩৭ ডিগ্রি সেলসিয়াস। অ্যান্টার্কটিকা মালভূমির উপরে অবস্থিত এই রাশিয়ান গবেষণা কেন্দ্রে ১৯৮৩ সালে পারদ মাইনাস ৮৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল।
চলুন আপনাদের নিয়ে যাই আজ দুনিয়ার সবচেয়ে ঠাণ্ডা যে শহর, সেখানে। এটি অবস্থিত রাশিয়ার সাইবেরিয়ায়।
এই শহরের নাম, ইয়াকুটস্ক। রাশিয়ার সাইবেরিয়ার এই শহরে বসবাসকারীর সংখ্যা কম নয়।
সেই ইয়াকুটস্কে আজকের তাপমাত্রা হল মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস। এখন সেখানে যা পরিস্থিতি কারও বাড়ি থেকে বেরোনোর উপায় নেই। সকলেই ঘরবন্দি। তবে ঘরগুলো যাতে যথেষ্ট গরম থাকে সে ধরনের উপকরণ দিয়েই তৈরি।
এখকার বাসিন্দাদের কিন্তু, টাকাপয়সার কোনও অভাব নেই। কারণ, এই এলাকায় রয়েছে হিরে, সোনার খনি। সেখানেই সকলের কর্মসংস্থান হয়।
হ্যাঁ, আরও জানাই, সাইবেরিয়ার এই শহরের তাপমাত্রা ২০২৩ সালে মাইনাস ৬২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।
কাজেই জমিয়ে ঠাণ্ডা উপভোগ করুন। সুস্থ থাকুন। ভাল থাকুন।