আমুদরিয়া নিউজ : জলঢাকার শাখা মাথাভাঙ্গায় পরিচিত মানসাই নামে। এবার মানসাই নদীতে দেখা মিলল রূপোলী শস্য ইলিশের। মাথাভাঙ্গা রেল সেতু সংলগ্ন এলাকায় মানসাই নদীতে জেলেদের জালে রীতিমতো লাফাচ্ছে সেই ইলিশ। দুদিনে প্রায় ৪০ কেজির কাছাকাছি ইলিশ ধরা পড়ে। প্রতিটির ওজন কমবেশি ১-১.৫ কেজি। দাম ৬০০-৭০০ টাকা। সদ্য ডার্বিতে ইস্টবেঙ্গল হেরে গেলেও বলাই বাহুল্য এই দামে টাটকা ইলিশ কিনতে হিড়িক পড়ে যায় মাথাভাঙ্গা বাজারে।