আমুদরিয়া নিউজ : একটি ছেলে তাঁর বান্ধবীর সঙ্গে কথা বলছিল। বান্ধবীর যাওয়ার সময় হয়ে গিয়েছিল। বন্ধুকে টাটা করে চলে যায় তাঁর বান্ধবী। বন্ধুও বেশ রসিক। চলে যাওয়ার আগে সে তাঁর বন্ধবীর টেবিল রাখা অবস্থায় মোবাইল ফোনটির ছবি তুলে নেয়। বান্ধবী গাড়িতে গিয়ে উঠতেই তাঁর কাছে ছবি সমেত মেসেজ আসে, তোর মোবাইলটা ফেলে গিয়েছিস। বন্ধু ভেবেছিল এই ছোট্ট খুনসুটি বান্ধবী ধরে ফেলবে। তবে বান্ধবী বন্ধুকে অবাক করে দিয়ে তড়িঘড়ি মোবাইল ফেরত নিতে ছুটে আসে। বন্ধুর তখন মাথার চুল ছেড়ার পালা। তাঁর সোহাগের বান্ধবীটি মোবাইলটিকে হাতে ধরেই খুঁজতে এসছে তাঁরই ফেলে যাওয়া মোবাইল। বান্ধবীর খেয়ালই নেই যে মোবাইলটি সে খুঁজতে এসছে সেটি তাঁর নিজের হাতেই গচ্ছিত এবং তাঁর ওই মোবাইলেই তাঁর বন্ধুর ছবি সমেত মেসেজও এসছিল।
