আমুদরিয়া নিউজ : মুম্বইয়ে গায়ক উদিত নারায়ণ য়ে বহুতলে থাকেন তাতে ভয়াবহ আগুন লেগে 1 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে সন্দেহ। দমকল গিয়ে আগুন নেভায়। গায়ক ও তাঁর পরিবার সুরক্ষিত বলেই জানা যাচ্ছে।
উদিতনারায়ণ মুম্বইয়ের আন্ধেরির শাস্ত্রীনগরের বাসিন্দা। ১১ তলায় আগুন লাগে। সেখানে রাহুল মিশ্র নামে একজনের মৃত্যু হয়েছে। উদিত থাকেন ৯ তলায়. সেখানে তেমন ক্ষতি হয়নি।