আমুদরিয়া নিউজ : এবার বাংলাদেশে একটি ইসকন মন্দের আগুন দিযে সব পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। ইসকনের কলকাতার এক মুখপাত্র রাধারমন দাস অভিযোগ করেছেন, বাংলাদেশের নামহাট্টায় তাঁদের একটি মন্দির ভস্মভূত করে দেওয়া হয়েছে। সেখানে থাকা বিগ্রহ এবং পুজোর যাবতীয় সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার রাত ২টো থেকে ৩টের মধ্যে ঘটনা।